• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৪:৫৪
আন্তর্জাতিক ডেস্ক

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান।

আবেদনে তিনি তার মনোনয়ন বাতিলে রিটার্নিং অফিসারের (আরও) সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত সংবিধানবিরোধী।

মঙ্গলবার (১৯ জুন) রিটার্নিং কর্মকর্তা পিটিআই নেতা ইমরান খান, সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও গভর্নর মেহতাব আব্বাসী ও সাবেক পিটিআই নেত্রী আয়েশা গুলালির মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

পাকিস্তান নির্বাচন কমিশন মঙ্গলবার মনোনয়নপত্রের ওপর পরীক্ষা-নিরীক্ষা করেছে।

দেশটির ইসি খাইবার পাখতুনখাওয়ায় ছয়টি, পাঞ্জাবে আটটি, সিন্ধে চারটি, বেলুচিস্তানে দুটি ও ইসলামাবাদে একটি আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা এসব আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আগামী ২৭ জুন আপিল ট্রাইব্যুনাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

/এসএম

ইমরান খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close