• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও স্থিতিশীল হবে, আশা চীনের

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৩২
নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন ঢাকায় চীনা দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর লি গুয়াংজুন।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে জুনে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) বিষয়ক একটি যৌথ সম্ভাব্যতা যাচাই বৈঠক করবে চীন। চীন আশা করে নির্বাচনী বছরে সবকিছু সুন্দর ও স্থিতিশীল থাকবে এবং বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে। এ ছাড়া নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলেও আশা করে চীন।

সম্পর্কিত খবর

    স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে স্বল্পোন্নত দেশে উত্তরণের পথে যাত্রা শুরুকে স্বাগত জানিয়ে লি গুয়াংজুন বলেন, চীনের উদার ও মুক্ত বাজার নীতিকে কাজে লাগিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও লাভবান হতে পারে।

    বাংলাদেশে চীনা বিনিয়োগের স্বার্থেই শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের ওপর জোর দেন দূতাবাস কর্মকর্তা।

    লি গুয়াংজুন বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের আর এক বছর বাকি আছে। আমরা আশা করছি, নির্বাচন হবে নির্বিঘ্ন, স্থিতিশীল এবং অবশ্যই এ নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ (বাংলাদেশে) আমাদের বেশ কিছু চীনা প্রতিষ্ঠান ও নাগরিক রয়েছে। সে কারণে আমরা বলছি যে, আমরা আশা করি যে একটি নির্বিঘ্ন ও স্থিতিশীল নির্বাচন হবে।’

    আগামী নভেম্বরে প্রথম বারের মতো সাংহাইতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো সম্পর্কে চীনা দূতাবাসের কাউন্সলের জানান, সেখানে সারা বিশ্বের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ উন্মুক্ত থাকবে। তাঁর মতে, চীনে যে উন্নয়ন সূচিত হয়েছে তার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশকে অংশীদার করাই এই এক্সপোর লক্ষ্য।

    বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে দূতাবাস কর্মকর্তা বলেন, চীন এখানে বিনিয়োগ বাড়াতে চায়। বাংলাদেশকে তৈরি পোশাকসহ রপ্তানি বাড়াতেও উৎসাহিত করে, যাতে এটা দুই পক্ষের জন্যই লাভজনক হয়। পদ্মা রেল সেতুতে রেললাইনের জন্য ২ শতাংশ সুদে ২ দশমিক ৬ বিলিয়ন (২৬০ কোটি) ডলার ঋণ দেওয়ার কথাও জানান এই চীনা কর্মকর্তা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close