• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে মঞ্চে হামলা সেই মঞ্চেই ড. মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৮, ১৫:০১ | আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:৪৬
শাবি প্রতিনিধি

যে মঞ্চে হামলা সে মঞ্চেই বিকেল ৪ টায় শিক্ষার্থীদের সাথে কথা বলবেন ড. মুহম্মদ জাফর ইকবাল।অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমি কখনো ভয় পাই না।এখনো পাচ্ছি না। মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমি আবারও কথা বলবো।

অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, দুপুর ১২টায় নভো-এয়ারের একটি ফ্লাইটে সিলেটের পথে রওনা হন অধ্যাপক জাফর ইকবাল। দুপুর পৌনে ১টায় তার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।এখন তিনি বিশ্ববিদ্যালয় কোয়াটারে অবস্থান করতেছেন।

সম্পর্কিত খবর

    এর আগে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ছাড়েন জাফর ইকবাল।

    ৩ মার্চ সন্ধ্যায় জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল নামের এক দুষ্কৃতিকারী। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওইদিনই ঢাকা সিএমইচে হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close