• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবিতে ছাত্রলীগের বাস কমিটি

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩২ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০২
ঢাবি প্রতিনিধি

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস কমিটি স্থগিত করা হয়েছে।এ কমিটি স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল বাস রুটে নতুন কমিটি দেয়ার লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌছে দেওয়া ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বাস রুট ছাত্রলীগের কমিটি প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।উক্ত কমিটিতে যারা পদ প্রত্যাশী তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী , নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী হতে হবে।পদ প্রত্যাশীদেরকে আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারির মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্যে অনুরোধ করা হয়।

সম্পর্কিত খবর

    এর আগে সারাদেশে স্কুল কমিটি দেয়ার সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার মুখে পরে ছাত্রলীগ।যদিও তা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।এবার সকল বাস কমিটি স্থগিত করে ছাত্রলীগের নতুন বাস কমিটি দেয়াকে কেন্দ্র করেও সাধারণ শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছে ছাত্রলীগ।

    উল্লেখ্য খুব শিগগিরই ৩১শে মার্চ ছাত্রলীগের কেন্দ্রিয় সম্মেলনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা হতে যাচ্ছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close