• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুর ছবি অবমাননা করার প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগের সমাবেশ

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৮
বগুড়া প্রতিনিধি

যুক্তরাজ্যে বিএনপি-জামায়াত কর্তৃক বঙ্গবন্ধুর ছবি অবমাননা, সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানসহ বাংলাদেশের দূতাবাসে হামলাকারীদের ফিরিয়ে এনে শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার বেলা ১২ টায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, নাইমুর রাজ্জাক তিতাস, আবু জাফর সিদ্দিক রিপন, কামরুজ্জামান মাসুদ, নাজমুল কাদির শিপন, মহিদুল ইসলাম, রেজাউল করিম রিয়াদ, শাকিল ইসলাম বুলেট, রুহুল আমিন বাবুল, নাসিমুল বারী নাসিম, বনি সদর খুররম, আব্দুর রহমান মুন্না, নুরুল আমিন শিশির, আবু হানিফ, মশিউর রহমান মামুন, মশিউর রহমান মন্টি, আরিফুল হক বাপ্পি, আসলাম হোসেন, আতাউর রহমান আতা, মুকুল ইসলাম, আব্দুর রউফ, এড. রোমান শেখ প্রমুখ।

সম্পর্কিত খবর

    বক্তারা বলেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি জোট ষড়যন্ত্রে লিপ্ত।জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যার রাজনীতির জন্য দেশের মানুষ বিএনপি জামায়াতের দিক থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। এবার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামীদের পক্ষে আন্দোলন নেমে তারা আইন-আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।তারা প্রমাণ করেছে আইনের প্রতি তাদের কোন শ্রদ্ধা নেই। এজন্য তাদের অযৌক্তিক আন্দোলনে জনগনের সমর্থন নেই। জনসমর্থন হারিয়ে তারা মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। অপশক্তির অপতৎপরতা মোকাবেলায় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close