• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানিকগঞ্জে ঈদ বাজারে ভারতীয় পোশাকের আধিক্য বেশি

প্রকাশ:  ১৯ জুন ২০১৭, ১৪:৩৯
মোহাম্মদ হাসান ফয়জী, মানিকগঞ্জ ॥

জেলায় রমজান যত শেষ হয়ে আসছে ঈদের বাজারও তত জমে উঠছে। রমজানের শুরু থেকে শিশুদের কেনাকাটা বেশি থাকলেও এখন বড়দের কেনা কাটা নিয়ে শহরের শপিং মলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবারে ঈদ বাজারে ভারতীয় পোশাকের আধিক্য বেশি। দাম গতবারের চেয়ে অনেক বেশি থাকায় সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে।

ঈদ উপলক্ষে মানিকগঞ্জের শপিং মলের মালিকরা বাহারির ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসিয়েছেন। রমজানের শুরুতে শিশুদের কেনা কাটা বেশি থাকলেও এখন নারী ও ছেলেদের আনাগুনা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

শহরের শহিদ রফিক সড়ক, ত্রিপ্তি প্লাজা এবং পৌরসভা মার্কেট গুলিতে এখন ভীড় অনেক বেশি। তবে ঈদের বাজারে ভারতীয় পোশাকের রয়েছে ব্যাপক চাহিদা। তাই রেবন সিল্ক, চেন্নাই কাতান, ডুপিয়ান সিল্ক, রেনডি সিল্কে ভীড় বেশি। তবে স্কুল-কলেজ ছাত্রীদের সবার আগে পছন্দ ভারতীয় আলোচিত মুভি বাহুবলী নামকরণে থ্রি-পিসগুলো। এবারের ঈদের পোশাকের দাম হাকানো হচ্ছে আকাশচুম্বি। ফলে সমস্যায় পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা।

তবে শহিদ রফিক সড়কের দোকান মালিক মহসিন জানান, গতবারের চেয়ে এবার বিকিকিনি বেশি, তবে বৃষ্টি থাকলে ক্রেতারা বিপনী বিতানে আসতে চান না।

জেলার দৌলতপুর উপজেলা থেকে শহরের ত্রিপ্তি প্লাজায় ঈদের কেনাকাটা করতে আসা আছরিন জানান, দুই বাচ্চার পোশাক এখনো কিনতে পারিনি। গতবারের চেয়ে অনেক দাম বেশি মনে হচ্ছে। তারপরও কিনতে হবে ঈদ বলে কথা।

সাটুরিা বাজারের বড় ব্যবসায়ী জসিম জানান, এখানে দেশি পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের বেশি বিকিকিনি হচ্ছে। সবচেয়ে বেশি চলছে ভারতীয় আলোচিত মুভি বাহুবলী নামকরণে থ্রি-পিসগুলো।

তবে জেলার ৭টি উপজেলার সব মার্কেট গুলোতেই এখন ভীড় লক্ষ্য করার মত। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিকিকিনি। অধিকাংশ দোকানীরাই জানালেন গতবারের চেয়ে অনেক ভালো ব্যবসা হচ্ছে এ বছর।

মার্কেট গুলোতে ঘুরে দেখা গেছে শুধু পোশাক কেনার পাশাপাশি ছেলেদের জুতা, ব্যাল্ট, টুপি, চশমা, মেয়েদের রং মিশিয়ে চুড়ি, লিপিস্টিক, ফিতা কিনছেন।

এ ব্যাপারে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, শহরের প্রধান সড়ক গুলোতে আমারা আগেই সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি, মানিকগঞ্জ শহরটাকে নিরাপত্তা চাঁদরে ঢেকে ফেলা হয়েছে। তাই গতবারের মত এবারো চুরি , ছিনতাই মলম পার্টির কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

এসএম

মানিকগঞ্জে,ঈদ বাজারে,ভারতীয় পোশাকের আধিক্য বেশি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close