• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ঘুষ চাইলে দল দেখার দরকার নেই, পুলিশে দিবেন’

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ২০:৫৪ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২১:০৬
টাঙ্গাইল প্রতিনিধি

ঘুষ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ঘুষ নেয়া যেমন অপরাধ তেমনি দেয়াও অপরাধ। অতএব আপনাদের কাছে যদি কেউ ঘুষ চায় তাহলে দল দেখার দরকার নেই, ঘুষের দাবিদারকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করবেন। দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় কোনো ঘুষ চলবে না।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নবিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    তারানা হালিম বলেন, ২০১৪ সালে বিএনপি ৩ হাজারেরও অধিক মানুষকে পুড়িয়ে মেরেছিল। ২৩ জন পুলিশ কর্মকর্তাকে নির্দয়ভাবে হত্যা আর ১৬ দফায় ১৮টি স্থানে রেলে সন্ত্রাস করেছিল। একজন পুলিশ কর্মকর্তার মাথার ভেতর রড ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মগজ বের করেছিল। পাওয়ার স্টেশন জালিয়ে পুড়িয়ে দিয়েছিল। সব ভুলে যাব? এত অকৃতজ্ঞ জাতি হবেন না, অনুরোধ করছি।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি? বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে আমরা বাঁচাতে পারিনি। এখন সুযোগ আছে, তার কন্যা তার স্বপ্নগুলো একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। তার পাশে দাঁড়ান, তার হাতকে শক্তিশালী করুন। আর তার পাশে দাঁড়ানো মানেই নৌকা মার্কার পাশে দাঁড়ানো।

    তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে মন্ত্রী বা এমপি থাকি আর না থাকি পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করার প্রস্তাব আমি অবশ্যই দেব এবং পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কথা বলব।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম। পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লায়ন এম শিবলী সাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    /এসএম

    তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close