• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন উৎসব

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪
নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ট্যুরিজম ফেস্ট। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এটি আয়োজন করছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি)।

গত মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর বাংলাদেশসহ সারা বিশ্বেই এই দিবস পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ট্যুরিজম অ্যান্ড দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন অর্থাৎ পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি। ভ্রমণসংশ্লিষ্ট সেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে পর্যটকরা অতি সহজেই তাদের ভ্রমণের গন্তব্য নির্বাচন করতে পারছেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমান, রেল, হোটেল-মিউজিয়ামের টিকিট বুকিংসহ ভ্রমণসংক্রান্ত সব সেবা পর্যটকরা হাতের নাগালে পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরোও জানানো হয়, আগামীকাল বেলা ৩টায় ট্যুরিজম ফেস্টের উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী। তিন দিনব্যাপী এ ফেস্ট চলবে শনিবার পর্যন্ত। দিবসটি উদযাপনের অংশ হিসেবে ট্যুরিজম ফেস্ট ছাড়াও মোবাইল এসএমএস ব্লাস্ট, র্যালি, সেমিনার, গোলটেবিল বৈঠক, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও ২৮-৩০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে সপ্তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

-এসএমএ

পর্যটন উৎসব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close