• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভালোথেকো বন্ধু

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৭, ১৩:১৭
রাজন ভট্টাচার্য

যদি ভুল হয়

হৃদযন্ত্র অবহেলায় থাকে সয্যাশায়ী

সম্পর্কিত খবর

    আমি পাথর হয়ে যাই...

    তখন দেয়ালে-দেয়ালে ছবি একে রেখো আমার

    ইচ্ছেমত কেমিক্যাল মেশানো রঙ ছিটিও

    শীতে পানি দিও

    তবুও যদি সাধ না মেটে...

    কাঠ মিন্ত্রীর কর্কশ শিরিজ কাগজে ছবি মুছে দিও

    ফের রঙ দাও

    এবার তুলি দিয়ে শক্ত করে আঘাত কর

    জানি সাধ মেটেনি

    তবে হাঁতুড়ি নাও

    ছবির বুক জুড়ে তারাকাঁটা লাগাতে শুরু কর!

    ইচ্ছেমত ...যত পার প্রতিশোধ নাও

    আর পেরে ওঠছেনা শরীর

    নাকি প্রতিশোধে ক্লান্ত হৃদয়

    কষ্ট পাও?

    জানি পাবে...এটাই কথা ছিল

    সব ভুলে যাও

    হাতে হাত ধর

    এবার সুন্দর পেন্টিংয়ে ছবি সাটিয়ে দাও দেয়ালে দেয়ালে

    পারলে সন্ধ্যা আরতির পর তুলসিতলা পেরিয়ে ধূপ দেখিও

    আমি স্বর্গ নরক যখানে থাকি

    ভালোবাসা নেব

    ভালোথেকো বন্ধু...অনেক ভালো।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close