• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা-১৭ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন এরশাদ

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১৮:৪৭
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কচুক্ষেতে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।

মনোনয়নপত্র সংগ্রহের পর ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি দেড় লাখ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচিত হওয়ার পর এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের তুলনায় আরও অধিক ভোটের ব্যবধানে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

এ সময় জাতীয় পার্টি বনানী থানা সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম,ভাসানটেক থানা সভাপতি মো. মনিরুজ্জামান,ক্যান্টনমেন্ট থানা সভাপতি ইব্রাহিম খান,গুলশান থানা সাধারন সম্পাদক আবদুস সাত্তার,বনানী থানা সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান,বনানী থানা সাংগঠনিক সম্পাদক মো. মারজান উপস্থিত ছিলেন।

/আরিফ

হুসেইন মুহম্মদ এরশাদ,একাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close