• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচন বানচালের জন্যই ভোট ৩০ ডিসেম্বর: রব

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ১৮:২৭ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:৩১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের নতুন তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব। তিনি বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নির্বাচন বানচালের জন্য ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর করেছে।

সোমবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আ স ম রব বলেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। বাইরের দেশগুলো নববর্ষে উৎসব করে। এসব ফেলে কোনো দেশের কূটনীতিক এমনকি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চাইবেন না। সরকারের ইশারায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন এই তারিখ দিয়েছে। তারা চাই না, এদেশে কোনো নির্বাচন হোক।

নির্বাচন একমাস পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট অনড় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি। নির্বাচন এক মাস পেছাতে হবে। এই দাবি মানা না হলে কাল (মঙ্গলবার) বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সোমবার সকালে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর করার ঘোষণা দেন সিইসি কে এম নূরুল হুদা।

/আরাফাত

আ স ম আব্দুর রব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close