• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথম দুই মনোনয়নপত্র শেখ হাসিনার

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৩২ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি। কার্যক্রমের শুরুতেই প্রথম দু’টি মনোনয়ন ফরম কিনেছেন শেখ হাসিনা।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জের বাসিন্দা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এছাড়াও প্রধানমন্ত্রীর জন্য আরও একটি ফরম সংগ্রহ করা হলেও সেটি কোন এলাকার সেটি এখনও জানা যায়নি।

জানা গেছে, নোয়াখালী-৫ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিনের পক্ষে একটি ফরম তুলেছেন আ স ম ফিরোজ।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ৮টি বুথে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। এ উপলক্ষে বাইরে নেতাকর্মীর ব্যাপক জনসমাগম লক্ষ করা গেছে।

এর আগে, বৃহস্পতিবার একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়। ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

/একে

শেখ হাসিনা,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close