• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরগরম ধানমন্ডি, গুলশানে মৌনতা

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ০০:০৯
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে শুক্রবার থেকে। তবে তার আগেই বৃহস্পতিবার রাতেই সরগরম হয়ে ওঠেছে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যালয়। বিপরীত চিত্র কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে। ২০ দলীয় জোটের মিটিং শেষে মৌনতা গ্রাস করেছে ভবনটিতে। হাতেগোনা কয়েকজন কর্মচারি ছাড়া কেউ নেই সেখানে।

বৃহস্প‌তিবার বি‌কেল থে‌কেই ধানম‌ণ্ডিতে দে‌শের বিভিন্নস্থান থে‌কে নেতাকর্মীরা বৃ ভিড় করতে শুরু করেছেন, অনেক মনোনয়ন প্রত্যাশী‌র সমর্থকদের স্লোগান দি‌তেও দেখা গেছে। সভাপ‌তির কার্যাল‌য়ের ঠিক পা‌শেই আওয়ামী লীগের নির্বাচন প‌রিচালনা অফিস‌ সাজা‌নো হয়ে‌ছে নতুন সাজে।শুক্রবার সকাল থেকে সেখানে ম‌নোনয়ন ফরম বি‌ক্রির জন্য আট‌ বিভা‌গের আট‌টি বুথ খোলা হয়ে‌ছে। রাত ১১টায় বাজলেও ধানমন্ডিতে নেতাকর্মীদের উৎসবমুখর পদচারণা লেগেই ছিল।

সম্পর্কিত খবর

    অন্যদিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্য়ালয়ে সন্ধ্যায় ২০ দলীয় জোটের মির্টিংয়ে যোগ দেন। দিনভর ফটক বন্ধ রাখা ভবনটি কিছু সময়ের জন্য সরব হয়ে ওঠে। মিটিং শেষ হওয়ার পর একে একে নেতারা বিদায় নেন। রাত সাড়ে ৯টা নাগাদ পুরো কার্যালয়ে ফের জনশূন্য হয়ে পড়ে, নেমে আসে নিরবতা। বাতিগুলোও একে একে নিভে গিয়ে ভবনটি অন্ধকারে ঢেকে যায়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close