• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ২২ জনের প্রাণহানি

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১১:০৭
আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭০ জন। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আজ রোববার দেশটির স্থানীয় সময় ৫টার দিকে ইলিয়ান কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সুয়াও শহরে সিনমা স্টেশনের কাছে এই ট্রেনটি লাইনচ্যুত হয়ে।এসময় ট্রেনটির আটটি বগিই লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ট্রেনটিতে প্রায় ৩৬৬ জন যাত্রী ছিল।

সম্পর্কিত খবর

    তাইওয়ানের রেলওয়ে প্রশাসনের ডেপুটি চিফ লু চিফ-শেন একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ঘটনার ট্রেনটির বয়স ছিল ছয় বছর। দুর্ঘটনা পূর্বে এটির বেশ ভালো অবস্থায় ছিল।’

    তবে কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে তা এখন পরিস্কার না বলেও তিনি জানান। কিন্তু প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমে বলেছেন, তারা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলেন। তারপর অগ্নিকণা এবং ধোয়া দেখতে পান তারা।

    দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দুর্ঘটনার পরপরই জরুরি চিকিৎসাসেবা প্রতিনিধি এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান এবং আহতদের সাহায্য করেন।’ উদ্ধার কাজে ১২০ জন সৈনিক পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close