• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাবার জন্য দোয়া চাইলেন বাচ্চুর ছেলে

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৮, ১৫:১৪
নিজস্ব প্রতিবেদক

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার বাবার জন্য দোয়া চেয়েছেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার বাবা অজানাবশত কোন দোষ করে থাকলে মাফ করে দেবেন। বাবা সংগীতের মাধ্যমে মানুষকে ভালবাসতেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ।

বেলা ১২ টার দিকে নগরের দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। পরিবারে পক্ষ থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন তার মামা আব্দুল হালিম লোহানী।

এদিকে আইয়ু্ব বাচ্চুর মরদেহ গরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিয়ে আসলে আত্মীয়স্বজন ও হাজারো ভক্ত একনজর দেখতে ভিড় করেন।

বিকেল ৩টায় নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

আইয়ুব বাচ্চু ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকে যেন মায়ের কবরের পাশে দাফন করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী শনিবার বাদ আছর চৈতন্যগলির কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

/এসএম

আইয়ুব বাচ্চু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close