• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১৯:৫২ | আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২১:১২
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শনিবার (১৩ অক্টোবর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আমরা জঙ্গি দমন করেছি। এখনো পর্যন্ত এই জঙ্গিবিরোধী অভিযান চলছে। একইভাবে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের থাবা থেকে আমরা আমাদের যুব সমাজকে বাঁচাতে চাই।

এদিন মন্ত্রী সিএমএইচে স্বরাষ্ট্রমন্ত্রীচট্টগ্রামে বন্দুকযুদ্ধে আহত র‌্যাবের চার সদস্য দেখতে যান। বর্তমানে এই চার সদস্য আশঙ্কামুক্ত বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে র‌্যাব সদস্যরা আহত হয়েছেন। তবে এ ঘটনায় তাদের মনোবল একটুও কমেনি, বরং তারা আরো চাঙ্গা হয়েছে। ভবিষ্যতে আরো বড় বড় অভিযানের জন্য র‌্যাব প্রস্তুত।

র‌্যাব এ ধরনের অভিযানগুলোর কারণেই বাংলাদেশে আজ জঙ্গিমুক্ত বলেও এদিন মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের র‌্যাব শুধু জঙ্গি দমনই নয়, যেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানেই অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

/রবিউল

আসাদুজ্জামান খাঁন কামাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close