• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘গায়েবী ও কাল্পনিক’ মামলার তদন্তে কমিশন চেয়ে রিট

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মী, আইনজীবীসহ তিন লাখ মানুষের বিরুদ্ধে দায়ের করা প্রায় চার হাজার মামলার তদন্তে উচ্চ পর্যায়ের কমিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেইসঙ্গে এসব ‘গায়েবী ও কাল্পনিক’ মামলা করার কারণ জানতে চাওয়া হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রাই চৌধুরী ও সানাউল্লাহ মিয়া এ রিট আবেদন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ডিএমপি রমনা জোনের ডেপুটি ও অতিরিক্ত ডেপুটি কমিশনার, রমনা, পল্টন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট নয় জনকে ওই রিটে বিবাদী করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) এ রিট আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানা গেছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, মওদুদ আহমদসহ সিনিয়র আইনজীবীরা এই রিটের ওপর শুনানি করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তিনি আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা দায়ের করে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি দেখানো হচ্ছে। রিটে এর কারণ এবং বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

/এসএম

রিট,তদন্ত কমিশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close