• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৭
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রি‌কেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর বাসায় বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে তা কেউ জানতে পারেনি। শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রথম জানতে পারে তার বোনের পরিবার।

মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের বাসার দ্বিতীয় তলায় থাকেন মিনহাজুল। উপরের তলায় থাকেন তার বোনের পরিবার।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নান্নুর বাসায় তার এক স্বজন বাড়ি দেখভাল করতে যান। এ সময় তিনি বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান।

পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। কী কী চুরি হয়েছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাওয়ায় তালাবদ্ধ অবস্থায় ছিল মিনহাজুলের বাসা। চুরির খবর শুনে রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দেশে ফিরে আসেন নান্নু। ঘরে ঢুকে দেখতে পান, দুর্বৃত্তরা পুরো বাসা তছনছ করে রেখে গেছে।

মিনহাজুল আবেদিন সাংবাদিকদের বলেন, মাত্রই বাসায় ঢুকলাম। পুলিশ এসেছে। কী কী ক্ষতি হয়েছে তার লিস্ট করছি। তারপর হিসেবে করে বলা যাবে কী পরিমাণ সম্পদ খোয়া গেছে।

তিনি আরও বলেন, বাসার সবই নিয়ে গেছে। শুধু তাই না, পুরো বাসাই তছনছ করে গেছে। কিছুক্ষণ পরই মামলা হবে।

/অ-ভি

বিসিবি,প্রধান নির্বাচক,মিনহাজুল আবেদিন নান্নু,বাসা,চুরি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close