• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিলো আফগানিস্তান

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:১০ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩০
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিলো আফগানিস্তান। এ দিন টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রানের লড়াকু রান সংগ্রহ করে আফগানরা। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয়ে বিকাল সাড়ে পাঁচটায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস-১। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫৬ রান।

ইনিংসের ৪০তম ওভারের শেষ বলে নিজের চতুর্থ উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ইনিংসের ৩২তম ওভারের দ্বিতীয় বলে নিজের তৃতীয় উইকেট শিকার করেন সাকিব।

সম্পর্কিত খবর

    এদিন ২৬তম ওভারে প্রথমবারের মতো সাকিব আল হাসানকে বোলিংয়ে আনেন অধিনায়ক মাশরাফি। আর বোলিংয়ে এসেই উইকেট শিকার করেন টাইগার অলরাউন্ডার। ওভারের তৃতীয় বলে আবু হায়দার রনির হাতে ক্যাচ হয়েছেন মোহাম্মদ শাহজাদ। তিনি করেছেন ৩৭ রান।ইনিংসের ২৬তম ওভারে আফগান অধিনায়ক আসঘার আফগানকে সাজঘরে ফেরালেন তিনি। ১৬ বল খেলে আট রান করেছেন আসঘার আফগান।

    আফগান শিবিরে ২য় আঘাত হানলেন বাংলাদেশি ফাস্ট বোলার আবু হায়দার রনি। নিজের ৩য় ওভারের ৫ম বলে বোল্ড আউট করেন রহমত শাহকে। তিনি আউট হন ১০ রান।শেষ খবর পাওয়া পযন্ত আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান, ওভার ৬। এর আগে আফগান শিবিরে ১ম আঘাত হানেন রনি। ম্যাচের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইহসানুল্লাহ জানাত। আউট হবার আগে তিনি করেন ৮ রান।

    ইতোমধ্যে একটি করে জয় পেয়ে দুই দলই নিশ্চিত করেছে শেষ চারের খেলা। গ্রুপের শেষ ম্যাচের অপেক্ষা না করেই এসিসি শেষ চারের সূচি নির্ধারণ করায় নেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুবিধা আদায়ের ‘বালাই’ও। তবে এসিসিসির সমালোচিত এই পদ্ধতির বাইরে থেকেও লুকিয়ে আছে টাইগারদের ভালো করার প্রত্যয়।

    ওয়ানডেতে দু’দল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশের তিন জয়ের বিপরীতে হার দু’টিতে। ওয়ানডেতে ২০১৬ (০১ অক্টোবর) সালে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। দুই বছর পর আজ এশিয়া কাপের ম্যাচে মাঠে নামছে দুদল। ইনিংসের ৩৭ তম ওভারের নিজের ১ম উইকেট শিকার করেন রুবেল। তিনি হাসমত উল্লাহ সাইদিকে আউট করেন। সাইদি ৫৮ রান করে আউট হন। এর আগে প্রথমবারের মতো সাকিব আল হাসানকে বোলিংয়ে আনেন অধিনায়ক মাশরাফি। আর বোলিংয়ে এসেই উইকেট শিকার করেন টাইগার অলরাউন্ডার। ওভারের তৃতীয় বলে আবু হায়দার রনির হাতে ক্যাচ হয়েছেন মোহাম্মদ শাহজাদ। তিনি করেছেন ৩৭ রান।ইনিংসের ২৬তম ওভারে আফগান অধিনায়ক আসঘার আফগানকে সাজঘরে ফেরালেন তিনি। ১৬ বল খেলে আট রান করেছেন আসঘার আফগান।

    এর আগে আফগান শিবিরে ১ম আঘাত হানেন রনি। ম্যাচের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইহসানুল্লাহ জানাত। আউট হবার আগে তিনি করেন ৮ রান।

    ওয়ানডেতে দু’দল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশের তিন জয়ের বিপরীতে হার দু’টিতে। ওয়ানডেতে ২০১৬ (০১ অক্টোবর) সালে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। দুই বছর পর আজ এশিয়া কাপের ম্যাচে মাঠে নামছে দুদল।

    সংক্ষিপ্ত স্কোর আফগানিস্তান ইনিংস: ২৫৫/৭ (৫০ ওভার)

    (মোহাম্মদ শাহজাদ ৩৭, ইহসানুল্লাহ ৮, রহমত শাহ ১০, হাশমতউল্লাহ শহীদি ৫৮, আসঘার আফগান ৮, সামিউল্লাহ শেনওয়ারি ১৮, মোহাম্মদ নবী ১০, গুলবদিন নাইব ৪২*, রশীদ খান ৫৭*; রুবেল হোসেন ১/৩২, আবু হায়দার রনি ২/৫০, মেহেদী হাসান মিরাজ ০/২১, মাশরাফি বিন মুর্তজা ০/৬৭, সাকিব আল হাসান ৪/৪২, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১৮, মুমিনুল হক ০/১৫, মাহমুদউল্লাহ রিয়াদ ০/৫)।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close