• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৬
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের ৬ষ্ঠ দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) আবু ধাবির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আজগর আফগান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস-১।

ইতোমধ্যে একটি করে জয় পেয়ে দুই দলই নিশ্চিত করেছে শেষ চারের খেলা। গ্রুপের শেষ ম্যাচের অপেক্ষা না করেই এসিসি শেষ চারের সূচি নির্ধারণ করায় নেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুবিধা আদায়ের ‘বালাই’ও। তবে এসিসিসির সমালোচিত এই পদ্ধতির বাইরে থেকেও লুকিয়ে আছে টাইগারদের ভালো করার প্রত্যয়।

ওয়ানডেতে দু’দল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশের তিন জয়ের বিপরীতে হার দু’টিতে। ওয়ানডেতে ২০১৬ (০১ অক্টোবর) সালে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। দুই বছর পর আজ এশিয়া কাপের ম্যাচে মাঠে নামছে দুদল।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (উইকেট কিপার), নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা, আবু হায়দার রনি এবং রুবেল হোসেন।

আফগানিস্তান একাদশ:

মোহাম্মদ শাহজাদ (উইকেট কিপার), ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, আজগর আফগান, হাশমতাউল্লাহ শহীদী, সামিউল্লাহ শানওয়ারী, মোহাম্মদ নবী, গুলবদীন নাঈব, রশিদ খান, আফতাব আলম এবং মুজিব উর রহমান।

/অ-ভি

এশিয়া কাপ,বাংলাদেশ,আফগানিস্কা,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close