• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পোশাক খাতের পরিবর্তন হলেও বিদেশি ক্রেতারা পণ্যের মূল্য বাড়ায়নি

প্রকাশ:  ৩০ আগস্ট ২০১৮, ১৭:০৭ | আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৭:১৪
বিজনেস ডেস্ক

রানা প্লাজা ধসের পরবর্তীতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে অনেকটা পরিবর্তন হয়েছে। কিন্তু সেটি হয়েছে দেশিয়ভাবে, তবে বিদেশি ক্রেতারা পণ্যের মূল্য বাড়ায়নি এমন অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আরএমজি খাতবিষয়ক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এমন অভিযোগের কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, গার্মেন্টস খাতে নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি নেই। বাড়ছে না প্রযুক্তির ব্যবহারও। কাজেই পরিকল্পিত বিনিয়োগ না হলে আগামীতে এ খাতটি প্রতিকূলতায় পড়ে যাবে। এ খাতে প্রযুক্তির ক্ষেত্রে ব্যাংকগুলোকে স্বল্প সুদের ঋণ দেয়ার আহ্বান জানান তিনি।

প্রবন্ধে তিনি বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর এ খাতটি সামাজিক সূচকে এগিয়েছে। কিন্তু অন্যভাবে অর্থনৈতিক সূচকে পিছিয়ে পড়ছে। এতে অন্যদের মধ্যে ছিলেন সিপিডির প্রধান অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, বাণিজ্য সচিব শুভাশীষ বসু প্রমুখ।

ওএফ

রানা প্লাজা,ধস,সিপিডি,পোশাক খাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close