• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবারের ঈদযাত্রা ঝুঁকি ও ঝামেলামুক্ত হবে: কাদের

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৪:৪৪
নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এবারের ঈদযাত্রা ঝামেলামুক্ত হবে। তিনি বলেন, আমি মনে করি এবারের ঈদযাত্রা সবার জন্য ঝামেলা এবং ঝুঁকিমুক্ত হবে। এখন পর্যন্ত ঈদযাত্রায় যাত্রীদের অভিযোগ কম পাওয়া যাচ্ছে।

শুক্রবার (১৭ আগস্ট) মহাখালিতে ঈদে ঘরমুখো যাত্রীদের পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রী ২৩টি সেতু উদ্বোধন করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী রেল ওভারপাস খুলে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল পথে অন্যান্য সমস্যার সমাধান করা হয়েছে। রাস্তায় খোড়াখুঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, কিছু যাত্রীদের কাছ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। পরে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন সিরাজগঞ্জের স্টারলাইন। সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছি। এছাড়া আর কোনও অভিযোগ আসেনি।

মন্ত্রী আরও বলেন, মহাসড়কে পশুবাহি গাড়িগুলো সঠিকভাবে রাখা হলে ও ফিটনেসবিহীন গাড়ি না নামালে সমস্যার সৃষ্টি হবে না। এজন্য পশুবাহি গাড়িগুলো সঠিক স্থানে রাখারও অনুরোধ জানান।

/রবিউল

ওবায়দুল কাদের,মহাখালি,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,ঢাকা-টাঙ্গাইল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close