• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সেই বাসচালক আটক

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১০:০৬
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর নওদাপাড়াবাজারে বাস দোকানে ঢুকে স্কুলছাত্রীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলি ফরাদপুর থেকে তাকে আটক করে পুলিশ। আটক জনি ইসলাম (৩৬) ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে।

নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনার পর থেকে জনি পলাতক ছিলেন। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

মোবাইল ফোনের সূত্র ধরে অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দুর্ঘটনার সময় চালকের আসনে তিনিই ছিলেন। দুর্ঘটনার পর আত্মরক্ষায় পালিয়ে যান তিনি। এরপর থেকেই নিজ বাড়িতে আত্মগোপন করেন।

এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা। ওই চালকের বিরুদ্ধে পরে আইনত ব্যবস্থা নেয়া হবে।

চালক এবং দুর্ঘটনাকবলিত বাসটির কাগজপত্রে ত্রুটি পাওয়া যায়নি বলেও জানান ওসি।

এর আগে বুধবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর নওদাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারায় বাসটি। মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন টিংকু (২৫) ও শাখাওয়াত হোসেন সবুজকে (২৮) চাপা দিয়ে বাসটি পাশের দোকানে ঢুকে যায়। এসময় বাসটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী শারমিনা আশরাফি আনিকাকেও (১২) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্য হয় তিনজনের।

দুর্ঘটনায় আরো ৫ জন আহত হন। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি (রাজশাহী মেট্রো-জ-০৪-০০০৪) নগরীর রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে নওদাপাড়া কেন্দ্রীয় টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলো। বেপরোয়া চালক পথে এই দুর্ঘটনা ঘটান।

/পি.এস

রাজশাহী,আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close