• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাংবাদিক হয়রানি: ছাত্রলীগ নেতাকে হল ছাড়ার নির্দেশ

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১৯:১৭
ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে হয়রানির অভিযোগে ছাত্রলীগের সাবেক হল সভাপতিকে হলছাড়ার নির্দেশ এবং আরেক নেতাকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

হল ছাড়ার নির্দেশপ্রাপ্ত নেতা হলেন-বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং বহিষ্কৃত নেতা হলেন একই হলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান।

জানা গেছে, মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এন এইচ সাজ্জাদের রুমে যান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব রায়হান ওরফে রনি। তিনি রুমে গিয়ে বলেন, ‘চল! মেহেদী ভাই তোকে ডাকছে’। এসময় ঢাকা টাইমসের প্রতিবেদক সাজ্জাদ রুম থেকে বের হতে অস্বীকৃতি জানালে রায়হান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং জোর করে টেনে রুমের বাইরে নিয়ে আসার চেষ্টা করেন।

এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, এ ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। কারণ আমাদের এক সাংবাদিক ভাইকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি।

গোলাম রাব্বানী বলেন, মেহেদী হল ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা। এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার দায়ে তাকে আজকের মধ্যে হল থেকে বের হয়ে যেতে হবে নইলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

-একে

ছাত্রলীগ,ঢাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close