• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবি শিক্ষার্থী ইমিকে ছেড়ে দিয়েছে ডিবি

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ০১:৫৬ | আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০১:৫৯
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী তাসনিম অাফরোজ ইমিকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাবির শামসুন্নাহার হলের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় ইমিকে।

রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মুচলেকা নিয়ে ইমিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ও একজন হাউজ টিউটরের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাকে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ওকে (ইমি) জিঙ্গাসাবাদ শেষে হল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও হলে এসে পৌঁছেনি তবে পৌঁছে যাবে। ওর অনেক ইনভলমেন্ট আছে, তবে সামনে ঈদসহ সবকিছু বিবেচনায় তাকে একটি সুযোগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্খী। সে চলমান কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।

-একে

ডিবি,ইমি,ঢাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close