• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘আমার চাওয়া পাওয়ার কিছু নেই’

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৭:১৮ | আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৭:১৯
নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গণসংবর্ধনা জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ জুলাই) বিকালে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এদেশের মানুষ ভাল থাকলেই আমি খুশি। আজকের এই গণসংবর্ধনা আমি বাংলাদেশের সাধারণ মানুষকে উৎসর্গ করলাম।

প্রধানমন্ত্রী বলেন, সংবর্ধনা আমার প্রয়োজন নেই। আমি জনগণের সেবক। জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণ কতটুকু পেল সেটাই আমার কাছে বিবেচ্য বিষয়। এর বাইরে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান ও শিক্ষা পায় সেটাই আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।

-একে

গণসংবর্ধনা,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close