• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বর্ণ বিভ্রান্তিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ডেকে পাঠালেন গভর্নরকে

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ১৭:৩৫ | আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:০২
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার হেরফের নিয়ে শুল্ক গোয়েন্দাদের গোপনীয় প্রতিবেদন সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। এ নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। তিনি বিষয়টির দ্রুত সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যকে গণভবনে ডেকে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুল্ক গোয়েন্দা অধিদফতরের গোপন তদন্ত সংবাদমাধ্যমে ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিষয়টির দ্রুত সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও রাজস্ব বোর্ডর চেয়ারম্যানকে গণভবনে ডেকে পাঠান। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় প্রতিষ্ঠানটির পক্ষে রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক চুক্তি) কালিপদ হালদার বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ প্রদান করেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনার ওজনে ও পরিমাণে গরমিলের অভিযোগ এনে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া একটি গোপন প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেশ ও দেশের বাইরে থেকে নানাভাবে সমালোচনা করা হচ্ছে। সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। এতে বাংলাদেশে ব্যাংক নিয়ে মানুষের মধ্যে নীতিবাচক ধারণা তৈরি হয়েছে। অনেকেই প্রতিষ্ঠানটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন সময়ে সমস্যাটি সমাধানে প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিলেন।

তবে সংবাদমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনকে অস্বীকার করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদনটি প্রকাশের পরের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই ভুলকে ‘ক্লারিক্যাল মিসটেক’ বলে দাবি করেছেন। একই কথা বলেছেন বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রীও। অর্থ প্রতিমন্ত্রী ১৮ জুলাই সংবাদ সম্মেলন করে দাবি করেন, ভল্টে রক্ষিত সোনা সব ঠিকই আছে।

/আরকে

ভল্টের সোনার হেরফের,বাংলাদেশ ব্যাংক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close