• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চুক্তির পরেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আমেরিকা!

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১০:১৪
আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ ও চুক্তি সই করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ং-এর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য নবায়ন করেছেন। তিনি শুক্রবার (২২ জুন) মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে আমেরিকার জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান। খবর পার্সটুডের

ট্রাম্প এ সংক্রান্ত একটি নির্দেশনামায় সই করেন যার ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো এক বছর বহাল থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ং-এর পরমাণু হুমকির অবসান ঘটেছে।

গত ১২ জুন অনুষ্ঠিত সাক্ষাতে একটি চুক্তি সই করেন ট্রাম্প ও কিম। ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করবে এবং ওয়াশিংটন উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দেবে।

মার্কিন সরকার সব সময় উত্তর কোরিয়াকে বিশ্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও কোরীয় উপদ্বীপে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন সরকারের উস্কানিমূলক তৎপরতাই দায়ী।

নিষেধাজ্ঞা,উত্তর কোরিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close