• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমি কখনো পদের আশা করিনি: খন্দকার মোশাররফ

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ২৩:৩০
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমি কখনো পদের আশা করিনি, তবে দলীয় প্রধান শেখ হাসিনা যে ভরসা করে আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন, আমি তা পালনের চেষ্টা করব।’

আওয়ামী লীগে নতুন পদ পাওয়ার পরদিন শুক্রবার হেয়ার রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য মনোনীত হন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ। এসময় নিজের পেশাগত অভিজ্ঞতাও তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি তো শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেছি তা নয়। জাতিসংঘেও আমি কাজ করেছি। তখন ৩০/৪০টা দেশে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে তাদের এডভাইস করেছি।’

‘সেই সুবাদে বিভিন্ন রাষ্ট্রনায়কের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিট করার মতো রাষ্ট্রনায়ক আমার চোখে পড়েনি’ যোগ করেন তিনি।

বিএনপি যদি এবারও ভোট বর্জন করে তাহলে সরকার কী করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন এই সদস্য বলেন, ‘বিএনপি ৫০টা দলের মধ্যে একটা দল। এমন না যেন ব্রিটেনের মতো তিনটা দল। লেবার, ডেমোক্রেটিক আর রিপাবলিকান।’

তিনি বলেন, ‘বাংলাদেশে তো রাজনৈতিক দৈন্যতা নেই। দলের তো আমরা পাঁচজন মিলে একটা দল করে ফেলতে পারি। বাংলাদেশের জনগণের সেই যোগ্যতা আছে। ৫০ দলের মধ্যে একটা দল যদি না আসে তারা যদি স্বেচ্ছায় মুসলিম লীগ হতে চায়, আমরা কিভাবে ঠেকাব? আমরা কি ঠেকাতে পারব?’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, খুনি, আসামিদের দিয়ে যদি কেউ নির্বাচন করায় এবং ভয়ভীতি দেখানো হয়, তাহলে তো সেখানে পুলিশ ব্যবস্থা নেবেই।

-একে

খন্দকার মোশাররফ,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close