• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাজিলের জয়

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ২০:০০ | আপডেট : ২২ জুন ২০১৮, ২০:৪৩
স্পোর্টস ডেস্ক

অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে জয় এনে দিলেন কৌতিনহো। আর ম্যাচের একদম শেষ বেলায় এবারের বিশ্বকাপের প্রথম গোল পেলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। জ্বলে উঠলেন নেইমার-কুটিনহো। গর্জে উঠল ব্রাজিল। শুক্রবার (২২ জুন) রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলকে স্বস্তির জয় এনে দিলেন এই দুই তারকা। সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন কোস্টারিকাকে ২-০ গোলে হারালো ব্রাজিল। এই জয়ের ফলে তারা শেষ ষোলোর পথে এগিয়ে গেল। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো কোস্টারিকা।

ম্যাচের ভাগ্যটা যখন সবাই ধরে নিয়েছেন ঠিক তখনই কিভাবে যেন বদলে গেল সব। ফিলিপে কুতিনহো ৯১ মিনিটে গোল করলেন। শেষ বাঁশি বাজার আগে এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোলটা পেয়ে গেলেন নেইমারও। তাতে সব শঙ্কা আর কোস্টারিকা প্রতিরোধ ভেঙে জয় তিতের দলের।

সম্পর্কিত খবর

    ব্রাজিল আজ দুইটি গোলই করেছে ম্যাচের ৯০ মিনিটের পর তথা অতিরিক্ত সময়ে। (৯০+১) মিনিটে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফিলিপে কুটিনহো। এরপর (৯০+৭) মিনিটে ব্যবধান ২-০ করেন নেইমার। যার ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    গ্রুপ পর্বে ব্রাজিল তাদের বাকি ম্যাচটি খেলবে সার্বিয়ার ব্পিক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জুন। একই দিনে কোস্টারিকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

    দুইদলের সম্ভাব্য একাদশ:

    ব্রাজিল একাদশ : অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, পাওলিনহো, ক্যাসেমিরো, ফিলিফ কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস এবং নেইমার।

    কোস্টারিকার একাদশ: কেইলর নাভাস, জনি অ্যাকোস্টা, গিয়ানসার্লো গঞ্জালেজ, অস্কার দুয়ার্তে, ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া, সেলসো বোর্গেস, ডেভিচ গুজম্যান, ফ্রান্সিসকো স্যাল্ভো, ব্রায়ান রুইজ, ইয়োহান ভেনেগেজ, মার্কো ইউরেনা। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close