• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আর্জেন্টিনার ফুটবলে কালো দিন, কোচের বিদায় চান সমর্থকরা

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ১১:১৮
স্পোর্টস ডেস্ক

রাশিয়ার বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ৷ আইসল্যান্ডের কাছে ড্র’এর পর এবার ক্রোয়েশিয়ার কাছে লজ্জার হার আর্জেন্টিনার। এবার ব্যবধান ৩-০৷ বিশ্বকাপের লজ্জাজনক ম্যাচ হারার তালিকায় নাম লিখিয়ে ফেলেছে মেসিরা৷ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে সেলেকাওদের ১-৭ গোলে হার ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক স্কোরলাইন৷ এবার অবশ্য কোয়ার্টার পর্যন্ত যেতে হয়নি, গ্রুপ পর্বেই লজ্জার ম্যাচ দেখল ফুটবল দুনিয়া৷ লজ্জার ম্যাচ হার পেলো এবার আরেক লাতিন জায়েন্ট৷

ক্রোয়োশিয়ার কাছে ৩ গোলের ব্যবধানে হেরে বিধ্বস্ত নীল-সাদারা৷ আর্জেন্টিনার ফুটবলের এই কালো দিনের জন্য কোচ সাম্পাওলির সিদ্ধান্তকেই দুষছেন সমর্থকরা৷ নিজনি নভগোরড স্টেডিয়ামেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখায় সমর্থকরা৷ কোচের পরিবর্তন চেয়ে সরব হয়েছে ম্যারাডোনা দেশের ফুটবল অনুরাগীরা৷ ম্যাচ শেষে গ্যালারিতেই সাম্পাওলি হটাও স্লোগান শোনা যায় তাঁদের গলায়৷

সম্পর্কিত খবর

    পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন

    শুধু তাই নয়, ম্যাচ শেষে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে হতাশ এক আর্জেন্টিনার সমর্থক এই হারের জন্য সাম্পাওলিকে দুষেছেন৷ মূর্খ কোচ বলে ব্যঙ্গ করেছেন তাঁকে৷ উল্লেখ্য এই কোচই ঘরের মাঠে চিলিকে কোপা আমেরিকা ট্রফি দিয়েছেন৷ আর্জেন্টিনার কোপার মঞ্চে সাম্পাওলির কোচিংয়ে থাকা চিলির কাছে হেরেছিল৷ এরপর ২০১৭ সালে সাম্পাওলিকে আর্জেন্টিনার কোচ করা হয়৷ মেসিদের কোচ হয়ে অবশ্য নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারেননি সাম্পাওলি৷

    ম্যাচে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় দিবালাকে নামাননি সাম্পাওলি৷ দ্বিতীয়ার্ধের শেষদিকে তরুণ দিবালাকে খেলান তিনি৷ প্রথম ম্যাচেও দিবালাকে বসিয়ে রেখেছিলেন৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২ গোল হজমের পরও সাম্পাওলির থেকে কোনও প্ল্যান বি কেন বেড়িয়ে আসেনি, সেই প্রশ্নও উঠছে৷ সেই সঙ্গে ফর্মেশনে গলদ, ছন্নছাড়া ডিফেন্স নিয়েও প্রশ্ন উঠছে? বিশ্বকাপের আগে ঘটা করে মেসিদের নিয়ে কী প্রস্তুতি করালেন সাম্পাওলি, সেই প্রশ্নেরই উত্তর চাইছে সমর্থকরা৷

    শেষবার ১৯৫৮ বিশ্বকাপে তৎকালীন চেকোস্লোভাকিয়ার কাছে ৬-১ হেরেছিল আর্জেন্টিনা৷ গ্রুপ পর্বের সেটাই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে খারাপ ফল৷ তারপর ২০১৮ সালে ফের গ্রুপ পর্বে ডুবল মেসিরা৷ এবার ক্রোয়াশিয়ার কাছে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হার ৩-০ ব্যবধানে৷

    মেসিদের বিশ্বকাপ জয়ের স্বপ্নের আকাশে এখন কালো মেঘের ঘনঘটা৷ শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেই চলবে না, অন্য দলগুলির ফলাফলের উপরও তাকিয়ে থাকতে হবে৷ এমন অবস্থায় বিশ্বকাপ শেষ হলেই সাম্পাওলির বিদায় চাইছেন সমর্থকরা৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close