• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদার জামিন শুনানি মুলতবি

প্রকাশ:  ১০ জুন ২০১৮, ১২:২৭ | আপডেট : ১০ জুন ২০১৮, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি সোমবার (১১ জুন) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

রোববার (১০ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল,একেএম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রমুখ।

গত মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দাখিল করেছিলেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ রানা। আবেদন হাইকোর্টের কার্যতালিকার তিন নম্বরে রাখা হয়েছিল। এ বিষয়ে রোববার শুনানি হওয়ার কথা ছিল।

/এসএম

নাশকতার মামলায় খালেদার জামিন আবেদন

খালেদা,জামিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close