• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীতে মৌসুমের উষ্ণতম দিন

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ১৯:৪০ | আপডেট : ২৮ মে ২০১৮, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজানের মধ্যেই মৌসুমের উষ্ণতম দিন পার করলো রাজধানীবাসী। মাঝ জ্যৈষ্ঠে রেকর্ড তাপদাহের মধ্যেই রোজা পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবারের (২৮ মে) তাপমাত্রা নিকট অতীতের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এদিন সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী আরও ১-২ দিন সারা দেশে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

বাতাসে অত্যাধিক আদ্রতার সঙ্গে সূর্যকিরণ বেশি থাকা এবং বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল গত পাঁচ দশকের সর্বোচ্চ তাপমাত্রা।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। -একে

আবহাওয়া,রাজধানী,তাপমাত্রা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close