• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তথ্য জানতে তিনজনকে আনা হয়েছিল : ডিবি

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৫৭ | আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৮:১৭
নিজস্ব প্রতিবেদক

ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন, কিছু তথ্য জানতে কোটা আন্দোলনের তিন সংগঠককে আনা হয়েছিল আটক করা হয়নি। তারা চলে গেছে। তাদের কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। সেগুলোর বিষয়ে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে জড়িত সবার কাছ থেকেই তথ্য নেওয়া হবে।

সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হওয়ার পর তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া কোটা সংস্কার আন্দোলনের তিন নেতা হলেন- ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নুর ও ফারুক আহমদ।

    রাশেদ বলেন, ঢাকা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে আমাদের রিকশা থেকে জোর করে নামিয়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। সেখান থেকে আমাদের চোখ বেঁধে ডিবি অফিসে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আমাদের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

    এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শেষ করে চানখাঁরপুলের দিকে যাওয়ার সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনে থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন। দুপুর পৌনে দুইটার দিকে তিনি ওই অভিযোগ করেন। এ খবর জানাজানির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষিপ্তভাবে চলে আসা শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন তুমুল গতি লাভ করে গত ৮ এপ্রিল। সেদিন কয়েক হাজার চাকরিপ্রার্থী ও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হয়ে শোভাযাত্রা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। ওই দিন সন্ধ্যায় পুলিশ তাদের তুলে দিতে টিয়ারশেল ছুড়লে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আন্দোলন বেগবান হয় এবং দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তবে ওই রাতে আন্দোলনের নাম করে কিছু দুর্বৃত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর করে ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

    এ ঘটনায় ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদ অধিবেশনে দাঁড়িয়ে সব কোটা তুলে দেওয়ার ঘোষণা দেন, তবে উপাচার্যের বাসভবনে হামলাকারীদের কোনও ক্ষমা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close