• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইন্টারনেটের গতি কমছে না

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৮
নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গতি স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিএ’র সভাপতি আমিনুল হাকিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

    সোমবার সকালে তিনি বলেন, ‘সকালে বিটিআরসি থেকে মেইলে জানানো হয়েছে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে। ইন্টারনেট ধীর গতি রাখার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছে। এ পরিস্থিতিতে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে এসেছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।’

    সকালে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনাটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) মেইল করেছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ আল আমিন।

    প্রসঙ্গত, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে থেকে মোট আড়াই ঘণ্টা সময় ইন্টারনেটে ধীর গতি রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) সকাল ৮টায় থেকে ধীর গতিতে চলে ইন্টারনেট। তবে এর কিছুক্ষণ পরই আবার স্বাভাবিক হয়।

    /এনএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close