• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধান‌ বিচারপ‌তির চিঠি ও বক্তব্য পর্যা‌লোচনা করবে আ.লীগ

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৭, ১৪:৩২ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৪:৩২
নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির আবেদনপত্র এবং বিদেশ যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের দেয়া চিঠিতে অসুস্থতার বিষয়ে দুই বক্তব্য নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। বিদেশ যাওয়ার আগে প্রধান বিচারপতি এস কে সিনহা তার অসুস্থতার কথা অস্বীকার করে যে বক্তব্য দিয়েছেন, তার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এই বিষয়ে আওয়ামী লীগের বৈঠকে আলোচনা করে বক্তব্য দেবেন তারা। ওই বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হকও থাকবেন।

সম্পর্কিত খবর

    শনিবার রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, তিনি ছুটি চেয়েছেন, ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার প্রাক্কালে যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়। এ দুটি লিখিত বিষয় নিয়ে আমাদের দলের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হবে আজ সন্ধ্যায়। সেখানে আলাপ-আলোচনা করে আমাদের দলের বক্তব্য দেব।

    অসুস্থতার কথা অস্বীকারের বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি তো অসুস্থ বলে ছুটি চেয়েছেন রাষ্ট্রপতির কাছে। দুটো চিঠি নিয়েই আমাদের আলাপ-আলোচনা করতে হবে। যিনি (আইনমন্ত্রী) জোর গলায় বলেছেন, অসুস্থতার (প্রধান বিচারপতি) কারণে ছুটি চেয়েছেন। তাকেও আমাদের আজকের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close