• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বড় পতন কাটিয়ে উত্থানে ফিরেছে সূচক

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৪:৩০
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে আগের দুই দিনের বড় পতন কাটিয়ে উত্থানে ফিরেছে সূচক। মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ১৩৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৪৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ওএফ

ডিএসই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close