• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৮, ১৮:২৩
প্রযুক্তি ডেস্ক

নিজেদের প্ল্যাটফর্মের তিনটি অ্যাপ বন্ধের ঘোষণা দিয়েছে ফেসবুক। এই তিনটি অ্যাপ হলো ফিটনেস অ্যাপ ‘মুভস’, অ্যান্ড্রয়েড অ্যাপ ‘হ্যালো’ আর পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগের অ্যাপ ‘টিবিএইচ’। এক ব্লগ পোস্টে এ কথা জানায় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

‘মুভস’ অ্যাপটি ৩১ এ বছরের ৩১ জুলাই বন্ধ করা হবে। ফেসবুক এই অ্যাপটি চালু করে ২০১৪ সালে। এটি ব্যবহারকারীর দৈনিক শারীরিক কার্যক্রম রেকর্ড করে রাখে। এই কার্যক্রমের মধ্যে হাঁটা, সাইকেল চালানো ও দৌড়ানোও রয়েছে।

‘হ্যালো’ অ্যাপটি কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ফেসবুক। আনে ফেইসবুক। ২০১৫ সালে ব্রাজিল, যুক্তরাষ্ট্র আর নাইজেরিয়াতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি চালু হয়। এটি ব্যবহারকারীদেরকে তাদের ফোনের কনটাক্টের সঙ্গে ফেইসবুকের তথ্য সমন্বয়ের সুযোগ দেয়।

২০১৭ সালে টিবিএইচ অ্যাপ কিনে নেয় ফেসবুক। আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ‘টু বি অনেস্ট’ কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিবিএইচ। এটি হচ্চে যুক্তরাষ্ট্রের হাইস্কুল শিক্ষার্থীদের জন্য পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগের অ্যাপ।

আরকে

ফেসবুক,মুভস,হ্যালো,টিবিএইচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close