• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্যামসাংকে ৫ মিলিয়ন ডলার জরিমানা!

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১৪:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক

আইফোনের নকল করার দায়ে স্যামসাংকে ৫ কোটি ৩৯ লাখ মিলিয়ন জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি বিষয়ক অ্যাপেল কোম্পানির আইফোনের তিনটি ডিজাইন নকল করার দায়ে এই জরিমানা করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার আদালত দক্ষিণ কোরিয়ার মোবাইল কোম্পানি স্যামসাংয়ের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

ডিজাইন নকল করার দণ্ডটি ২০১১ সালে শুরু হয়েছিল, যখন অ্যাপেল দাবি করে স্যামসাং তাদের কিছু ডিজাইন নকল করেছে। এর এক বছর পরেই অ্যাপলের বাজারে ধস নামে। লোকসান হয় প্রায় একশ কোটি ডলার। এরপর থেকেই স্মার্টফোনের বাজারে এই দুই কোম্পানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল।

আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়, মামলাটি সব সময় অর্থের চেয়ে উপরে ছিল। এই রায়ের মাধ্যমে অ্যাপেলের অধীনে কাজ করা মানুষদের কঠোর পরিশ্রম ও নতুনত্বকে রক্ষা করা হবে।

স্যামসাংয়ের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ডিজাইনের ফিচার থেকে আয় করা অর্থের জরিমানা দেওয়ার জন্য। যার মূল্য আসে ২৮ মিলিয়ন ডলার। তবে আদালত অ্যাপেল কোম্পানি মোবাইলের সম্পূর্ণ দামের ওপর হিসাব করে জরিমানা ধার্য করে।

স্যামসাং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close