• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পরিবেশ বান্ধব’ ব্যাগ

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:১০
পূর্বপশ্চিম ডেস্ক

আজ কাল সব কিছুতেই ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব ব্যাপারটাতে খুব বেশি জোর দেয়া হচ্ছে। তাহলে আর এর থেকে ফ্যাশন কেনো পিছিয়ে থাকবে? ভেবে দেখুন তো আপনার হাত ব্যাগটি যদি হয় পচনশীল খড় দিয়ে? তাহলে তো বলতেই হয় এটি অবশ্যই পরিবেশ বান্ধব।

এবার থেকে পরবর্তিতে যখনই আপনি আপনার যখন একটি ব্যাগ কিনতে যাবেন তখন মাথায় রাখতে পারেন এই পরিবেশ বান্ধব খড়ের তৈরি এই ব্যাগটির কথা।

সম্পর্কিত খবর

    তবে এটি আপনি কোন পোশাকের সাথে কখন এবং কোথায় নিয়ে যেতে পারবেন সি ডিশিশিন আপনাকেই নিতে হবে।

    তবে রেগুলার মুভমেন্ট যেমন, যখন আপনি অফিসে যাবেন তখন চাইলে অনায়াসে আপনি এই ব্যাগটি ব্যবহার করতে পারেন।

    অথবা যখব আপনি কোনো বন জঙ্গলের পরিবেশে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকবেন, তখন তাইলে এই ব্যাগটি হতে পারে আপনার জন্য উপযুক্ত।

    আপনি যদি চান তাহলে আপনার কোনো পুরনো ব্যাগ দিয়েও আপনি এই ধরণের ব্যাগ তৈরি করে নিতে পারেন।

    যেভাবে তৈরি করবেন:

    পরিষ্কার নতুন খড় জোগার করে নিন।

    তারপর সেটা ভালো মতো রোদে শুকিয়ে নিন।

    এবার আপনার ব্যাগের ডিজাইন অনুযায়ী খড় কেটে নিন।

    তারপর ব্যাগের বডিতে ভালো মানের আঠা লাগিয়ে নিন।

    এবার আঠা শুকিয়ে যাওয়ার আগেই তাতে চেপে চেপে খড় লাগিয়ে দিন।

    ভালো মতো শুকিয়ে যাওয়ার পর আপনি আপনার পরিবেশ বান্ধব ব্যাগটি ব্যাবহার করতে পারেন।

    কিছু টিপস:

    আপনি চাইলে খরের গায়ে পছন্দ অনুযায়ী কালার স্প্রে করে নিতে পারেন।

    খরের বদলে চাইলে উলের বা যেকোনো সুতির সুতা ব্যাবহার করতে পারেন

    এমন কি আপনি চাইলে কাগজ দিয়েও এই ডিজাইনগুলো করে নিতে পারেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close