• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ০১:২৩
প্রবাস ডেস্ক

মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কুয়ালালামপুর শহরের চেরাস এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৩১অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত বাংলাদেশি চেরাস এলাকার দেসা তুন রাজ্জাক নামের একটি অ্যাপার্টমেন্টের ভবনে রং করার কাজ করছিলেন।

এ প্রসঙ্গে চেরাস জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ মোখেসিন মোহাম্মদ জন বলেন, বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটার সময় ৩৭ বছর বয়সী ওই বাংলাদেশি লিফটে ছিল।

তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি ১৩ তলা থেকে পড়ে যায়। রং করার সময় হঠাৎ পা পিছলে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ফেলে সে। এ সময় তার হাত ভেঙ্গে যায়, পিঠে ও মাথায় গুরুতর আঘাত পায়। পরে একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত শ্রমিকের লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের ফরেনসিক বিভাগে নেয়া হয়েছে।

/রবিউল

মালয়েশিয়া,কুয়ালালামপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close