• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদ্রিদে চট্টগ্রামবাসীর মেজবান উৎসব ২৭ জুলাই

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৮, ১০:২৪ | আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১২:০৪
কবির আল মাহমুদ (মাদ্রিদ)

স্পেনের রাজধানী মাদ্রিদে আবারও আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান উৎসব। আগামী ২৭ জুলাই শুক্রবার মাদ্রিদের খেসুসি মারিয়া রোডের ৩২ নম্বরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে নাড়ীর টানে ঐতিহ্যের বন্ধনে‘চলন যাই, মেজবান খাই’ নামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সন্ধ্যা ৮টায় শুরু হয়ে চলবে রাত ১২ টা পর্যন্ত।

অনুষ্ঠানে নানা মনোরঞ্জক আয়োজনের সঙ্গে মূল আকর্ষণ হিসেবে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের ব্যবস্থা। এবারেও মেজবান অনুষ্ঠানের আয়োজক বৃহত্তর চট্টগ্রাম সমিতি, মাদ্রিদ, স্পেন। দেশীয় খাবারের ঐতিহ্য স্পেনে ছড়িয়ে দিতে প্রতিবছর এ আয়োজন করে থাকে সংগঠনটি। এ বছর প্রায় ৩ হাজার প্রবাসীদের রাতব্যাপী বিনা মূল্যে প্রবেশ খাবারের আয়োজন করা হয়েছে।

আয়োজনে অংশগ্রহণ করতে সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি, মাদ্রিদ, স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।

ওএফ

মাদ্রিদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close