• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রামের ফেইম নাট্যকলার ‘ইডিপাস’ এবার দিল্লি যাচ্ছে

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৫৭
বিনোদন ডেস্ক

এশিয়ার অন্যতম নাট্য পীঠস্থান ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ২০ তম ‘ভারত রঙ মহোৎসব’-এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছে চট্টগ্রামের অন্যতম নাট্য শিক্ষা প্রতিষ্ঠান ফেইম নাট্যকলা বিভাগের নাটক ‘ইডিপাস’।

এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদনকৃত নাটকের মধ্য থেকে নির্বাচন কমিটি উৎসবে মঞ্চায়নের জন্যে নাটক নির্বাচন করেন। ২০১৯ সালের ১-২১ ফেব্রুয়ারি, দিল্লী এবং ভারতের অন্যান্য ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক এই নাট্য উৎসব এবার ২০ বারের মত আয়োজিত হচ্ছে।

সম্পর্কিত খবর

    ফেইম নাট্যকলা বিভাগ এর আগেও ১০ তম (২০০৮), ১২ তম (২০১০), ১৫তম (২০১৩), ১৮ তম (২০১৬) ‘ভারত রঙ মহোৎসব’-এ ভিন্ন ভিন্ন নাটক নিয়ে চারবার নির্বাচিত হয়ে অংশগ্রহণ করে।

    এছাড়াও গত বছর ভারত সরকার ও থিয়েটার অলিম্পিক কমিটির যৌথ উদ্যোগে ন্যাশনাল স্কুল অব ড্রামার আয়োজনে ৮ম থিয়েটার অলিম্পিকেও অংশগ্রহণ করে ফেইম নাট্যকলা বিভাগ।

    ফেইম নাট্যকলা বিভাগের ৫ম প্রযোজনা ইডিপাস প্রথম মঞ্চায়িত হয় ২০০৫ সালে। গ্রীক নাট্যকার সফোক্লেস রচিত এবং সৈয়দ আলী আহসান ও সুধাংশুরঞ্জন ঘোষ অনুদিত এই নাটকটির নির্দেশনায় দিয়েছেন ফেইম পরিচালক অসীম দাশ।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close