• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদে টিভি পর্দায় আসছে 'বাংলার বাঘিনীরা'

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৬:৫১
বিনোদন ডেস্ক

পুরুষ ক্রিকেটারদের নিয়েই বেশি অনুষ্ঠান প্রচার হয়ে থাকে টেলিভিশন চ্যানেলগুলোতে। দেশের নারী ক্রিকেটারদের নিয়ে কোন অনুষ্ঠান তেমন একটা দেখা যায় না।

তবে এখন বাংলাদেশের নারী ক্রিকেটাররাও হয়ে উঠছে জনপ্রিয়। এই নারী ক্রিকেটাররাই বাংলাদেশের সবচেয়ে বড় শিরোপা টি- টোয়েন্টি এশিয়া কাপ ২০১৮ জিতে এনেছেন।

সম্পর্কিত খবর

    এই প্রথমবারের মতো জাতীয় নারী ক্রিকেট দলের পুরো টিম একসঙ্গে কোনো টেলিভিশন শো’তে অংশ নিলেন। ঈদ উল আজহা উপলক্ষে দীপ্ত টিভির 'বাংলার বাঘিনীরা' নামের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ১৫ জন খেলোয়াড় হাজির হলেন।

    অনুষ্ঠানটি যিনি উপস্থাপনাও করেছেন তিনিও একজন নারী ক্রিকেটার। অনুষ্ঠানটিতে ক্রিকেটাররা তাদের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। এতে আছে গান, খেলা, র্যা পিড ফায়ার, অভিনয় সহ মজার মজার গল্প ও ঘটনা। ক্রিকেটারদের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলাপের মধ্যে উঠে এসেছে তাদের ক্রিকেটার হয়ে ওঠার গল্প এবং সদ্য সমাপ্ত টি-২০ এশিয়া কাপের গল্প ইত্যাদি।

    অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। প্রতিটি সেগমেন্টেই বিভিন্ন তথ্যের পাশাপাশি নারী ক্রিকেটারদের দিয়ে মজার কিছু করার চেষ্টা করা হয়েছে দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয়েছে।

    কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ব্রাত্য আমিন। ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। একই দিন বিকেল ৫টায় পুনঃপ্রচার হবে অনুষ্ঠানটি।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close