• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুয়ালালামপুরে ভারী বৃষ্টিপাত, বন্যার পানিতে তলিয়েছে রাস্তাঘাট

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ২৩:৩৪
আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রায় দুই ঘন্টার ভারী বৃষ্টিপাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কয়েকটি এলাকাতে বন্যা দেখা দিয়েছে ৷ পানিতে তলিয়ে গেছে শহরের বেশ কয়েকটি রাস্তাঘাট ৷ বন্যার ফলে শহরের বেশ কিছু জায়গা ও রাস্তা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি ৷

রোববার (১১ নভেম্বর) প্রবল বৃষ্টিতে কুয়ালালামপুরের জালান তুন রাজ্জাক থেকে কেএলসিসি এবং জালান লুক ইউ সড়কগুলো পানিবন্ধী হয়ে পরে ৷ একই সাথে জালান উইরাবতী, জালান পুডু উলু, জালান পুডু পারদানা, জালান চেরাস ও জালান কেপঙ্গাও বন্যায় প্রভাবিত হয়েছিল।

সম্পর্কিত খবর

    কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক আজমান মাহমুদ জানান, বিকেল চারটার দিকে শুরু হয় এই ভারী বৃষ্টিপাত ৷ তিনি আরও জানান, ক্ষতিগ্রস্থ রাস্তাতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও যানবাহন সড়ানোর জন্য ডিবিকেএল কর্নীদের পাঠানো হয়েছে ৷

    দেশটির রাষ্ট্রিয় বার্তা সংস্থা বার্নামাকে আজমান মাহমুদ বলেছেন, ডিবিকেএলের রেসকিউ স্কোয়াড এবং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিরার্টমেন্টের সদস্যরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিষ্কার করার কাজ করছে ৷ ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছানোর পর, আমরা দেখেছি যে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ড্রাইভারা তাদের গাড়ি ছাদে উঠেছিল। এটা উদ্ধারকর্মীদের ১০ মিনিটের কাজ তাই তাদের কেউ হতাহত হয়নি ৷

    এ দিকে রাজধানীর জালান তুন রাজ্জাক সড়কের সুড়ঙ্গে পাঁচটি যানবাহন ও ড্রাইভাররা আটকে ছিলো বলে জানা গেছে ৷ বিভিন্ন সামাজিক মাধ্যমে সর্বাধিক প্রচার হওয়া এক ছবিতে দেখা গেছে যে, একটি গাড়ির ৮০ শতাংশই পানিতে ডুবে গেছে এবং পাশে উচু অংশে একজন বসে আছে ৷ পরে জানা গেছে এটি কেএলসিসির জালান তুন রাজ্জাকের সুড়ঙ্গ পথের ঘটনা ৷

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close