• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের ৫ জেনারেলকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১২:২৪
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। এরই প্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারেইস পেইন বলেন, অং কেইউ জো, মোং মোং সোয়ে, অং অং, থান ও এবং কিং মোং সোয়ের নেতৃত্বে একটি সেনা ইউনিট রোহিঙ্গা নিপীড়ন চালিয়েছে। সুতরাং রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য তারাই দায়ী।

সম্পর্কিত খবর

    এই নৃশংসতা পরিচালনার দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সম্পদও জব্দ করা হবে। তবে ওই পাঁচ কর্মকর্তার মধ্যে কয়েকজন পদত্যাগও করেছেন। তাছাড়া তাদের ওপর ভ্রমন নিষেদাজ্ঞাও আরোপ করেছে অস্ট্রেলিয়া।

    উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টের শেষ দিকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখেই দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা অধিবাসী প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসেন। মিয়ানমার সেনাবাহিনীর ৩৩ ও ৯৯ পদাতিক ডিভিশন রোহিঙ্গা বিরোধী ওই অভিযানটি চালায়।

    -এসএমএ

    সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা,মিয়ানমারের রাখাইন,অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close