• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অক্টোবরে তিনদিনের সফরে ভারতে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৪
প্রসেনজিৎ দাস, ভারত

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধ শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আবারও ভারতে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস৷ বছরদুয়েক পর এদেশে আসছেন তিনি৷ এদেশে এসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসতে পারেন রাষ্ট্রসংঘের মহাসচিব৷

জানা যায়, চলতি সফরে একাধিক কর্মসূচি রয়েছে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের৷ আগামী পয়েলা অক্টোবর রাজধানীতে এসে পৌঁছবেন তিনি৷ রাজধানীতে রাষ্ট্রসংঘের নতুন ভবনের উদ্বোধন করবেন তিনি৷ তার পরেরদিন অর্থাৎ ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবার্ষিকী৷ ওইদিন দেশজুড়ে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়৷ দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মহাসচিব৷

তিন অক্টোবর তিনি দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে৷ ওইদিনই ‘গ্লোবাল চ্যালেঞ্জ, গ্লোবাল সলিউশন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীতে৷ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বক্তৃতা দেবেন ওই অনুষ্ঠানে৷ ওই অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রসংঘের মহাসচিব৷ অনুষ্ঠান শেষে সুমিত্রা মহাজনের সঙ্গে দেখা করবেন অ্যান্তোনিও গুতেরেস৷ বিকেলে অমৃতসরের স্বর্ণমন্দিরে যাবেন তিনি৷ এই মন্দির তাঁর খুব প্রিয়৷ তাই এই নিয়ে দ্বিতীয়বার এই মন্দিরে ঘুরে দেখতে চান অ্যান্তোনিও গুতেরেস৷ এর পরেরদিনই আমেরিকায় ফিরে যাবেন রাষ্ট্রসংঘের মহাসচিব৷

এর আগে ২০১৬-র জুলাইয়ে ভারতে এসেছিলেন গুতেরেস৷ ওই সফরে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন তিনি৷ ঘুরে দেখেন অমৃতসরের স্বর্ণমন্দিরও৷ শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করতেই তিনি স্বর্ণমন্দিরের এসেছিলেন বলেও কটাক্ষের শিকার হতে হয় রাষ্ট্রসংঘের মহাসচিবকে৷ ১৯৮৪-র শিখ দাঙ্গা নিয়েও নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে৷ শিখ দাঙ্গায় নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি৷

ওএফ

জাতিসংঘ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close