• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৫টি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ২০:০০
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে হামলা চালানোর লক্ষ্যে পরিচালিত পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সানা জানিয়েছে, সোমবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে ওই হামলা পরিচালিত হয়। তবে রুশ রাডারে তা আগেই ধরা পড়ে এবং নিরাপদ দূরত্বে থাকতে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়। এ ঘটনায় রুশ ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশ থেকে এ হামলার প্রচেষ্টা চলেছে। ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভূমধ্যসাগর উপকূলবর্তী লাত্তাকিয়া প্রদেশে সিরিয়ার এ বিমান ঘাঁটিটি অবস্থিত তবে বর্তমানে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে ঘাঁটিটি। এর আগেও কয়েকবার এ ঘাঁটির ওপর ড্রোন থেকে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেসব হামলা নস্যাৎ করে রাশিয়ারা সেনারা।

/রবিউল

সিরিয়া,রাশিয়া,ড্রোন,ভূমধ্যসাগর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close