• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদি আরবের শিল্পনগরীতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১৩:০৯
আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি শিল্পনগরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাদ্‌র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তারা এই হামলা চালায়।

বুধবার (৮ আগস্ট) আল-মাসিরা টেলিভিশন চ্যানেল ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়। এরপরই সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানলে আল-ইখবারিয়া দাবি করেছে যে, সৌদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।

এর আগে ইয়েমেনের সেনারা কয়েকটি কাতিউশা রকেট ও মর্টার দিয়ে সৌদি আরবের জিজান প্রদেশে সীমান্ত রক্ষীদের পোস্টে হামলা চালায়। এতে বেশ কয়েকজন সৌদি সেনা হতাহত হয়েছে। ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা জিজান প্রদেশের আল-হাজলাহ ও আল-মুথালাত ঘাঁটিতে হামলা চালায়।

এদিকে, ইয়েমেনের আরমান ও হাজ্জাহ প্রদেশের আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরমধ্যে আরমান প্রদেশে মারা গেছে ১২ জন।

/রবিউল

আনসারুল্লাহ,সৌদি আরব,ইয়েমেন,হাজ্জাহ প্রদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close