• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিরিয়া থেকে ইরানের অবসান দাবি ইসরাইলের

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৭:৩৭
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় ইরানের ভূমিকা অবসানের দাবি জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১১ জুলাই) মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু সিরিয়ায় সারিক পরামর্শক হিসেবে ইরানের ভূমিকা অবসানের আহ্বান জানান। ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি এলাকাগুলো সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করার পর্যায়ে রয়েছে সিরিয়ার সামরিক বাহিনী।

বৈঠকে নেতানিয়াহু পুতিনকে বলেন, সিরিয়ায় ইরান কী করছে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সিরিয়া থেকে ইরানকে চলে যেতে বলুন। এটা আপনার জন্য খুব কঠিন হবে না।

ইসরাইলের এক কর্মকর্তা বলেন, “তেল আবিব সরকার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করতে চায় না কিন্তু ইসরাইল অধিকৃত এলাকা থেকে ইরানি সেনাদের সরিয়ে দিতে ভূমিকা রাখুক মস্কো।

তবে নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে পুতিন কী বলেছেন তা জানা যায় নি। এদিকে মস্কো সবসময় বলে আসছে, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে ইরানের মতো প্রভাবশালী দেশের যুক্ত থাকার প্রয়োজন রয়েছে।

/আরকে

সিরিয়া,ইরান,রাশিয়া,ভ্লাদিমির পুতিন,ইসরাইল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close